Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুইন্সে হাফেজ ফাতিমাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ১৩ অক্টোবর ২০২২

কুইন্সে হাফেজ ফাতিমাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির গর্ব হাফেজ ফাতিমা মাসুদ। মাত্র ৭ বছর বয়সেই পুরো কোরআনুল কারিম মুখস্ত করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এই অসামান্য অর্জনের জন্য তার হাতে সম্মাননা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, হাফেজ ফাতিমা মাসুদের বড় বোন মরিয়ম মাসুদও কয়েক বছর আগে এমন অল্প বয়সেই কোরআনে হাফেজ হয়েছিলেন। এবার বড় বোনের পদাঙ্ক অনুসরণ করলেন ছোট্ট ফাতিমা। 

আগামী ২৯ অক্টোবর এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ বছর বয়সী এই হাফেজের হতে সম্মাননা তুলে দেওয়া হবে। কুইন্সের ১৪৮-০১ হিলসাইড এভিনিউতে অবস্থিত তাজমহল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠান শুরু হবে বিকেল ৬টায়। 

এতে সহজভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে আর কোরআন মুখস্ত করার কৌশল নিয়ে কথা বলবেন ফাতিমার বড় বোন মরিয়ম মাসুদ। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ সালাহ মাহমুদ, ইমাম জায়েদ শাকির এবং ড. আবু জায়েদ। সম্মাননা প্রদান অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ। 

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবার মধ্যে রাতের খাবার পরিবেশন করা হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ