
বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের উদ্যোগে ‘মেমোয়ার’ শিরোনামে একটি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীকাল ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংগঠনটির এই অষ্টম চিত্রকর্ম প্রদর্শণী অনুষ্ঠিত হবে জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড লার্নিংয়ে।
এতে বাছাইকৃত ৩৪ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পাবে। প্রদর্শনী উদ্বোধনী সংবর্ধনা অনুষ্ঠানের ব্যাপ্তি ৮ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ৮টা।
এরপর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। ১৫ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে আর্টিস্ট টক ও সাংস্কৃতিক আয়োজন।
সমাপনী অনুষ্ঠান হবে ২২ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এক বার্তায় বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।