নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত পার্কচেস্টার জামে মসজিদ এবং রাওদাহ ইনস্টিটিউট-এর উদ্যোগে কোরআন নাইট অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর রাতের এই আয়োজনে বিশ্বখ্যাত কারীরা তাদের সুমধুর তেলাওয়াতের মাধ্যমে দর্শকদের বিমোহিত করেন।
ব্রঙ্কসের ১২০৩ ভার্জিনিয়া এভিনিউতে অবস্থিত নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত পার্কচেস্টার জামে মসজিদের নিজস্ব ভবনে মাগরেবের নামাজের পর থেকে এশা পর্যন্ত এই কোরআন নাইট অনুষ্ঠিত হয়।
এতে কোরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গীত পরিবেশন ও ইসলামের অনুশাসন নিয়ে আলোচনায় যুক্ত হন কারীরা।
উপস্থিত ছিলেন- জেরুজালেমের আল আকসা মসজিদের ইমাম শায়েখ ড. হাসান আবু নার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়েখ হাসান সালেহ, নিউজার্সির আইসিপিসি-এর ইমাম শায়েখ কারী আবদেল হামিদ আসকাম, পার্কচেস্টার জামে মসজিদের ইমাম জুবায়ের রশিদ এবং আইসিসিএনওয়াই ৯৬ স্ট্রিট মসজিদের ইমাম শায়েখ ড. জাকির আহমেদ।
অনুষ্ঠান শেষে আগতদের মধ্যে রাতের খাবার পরিবেশন করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।