যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নেতৃবৃন্দ। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এই আয়োজন সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশে কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী।
এছাড়া বিশিষ্ট রাজনীতিক এম এ সালাম, দেওয়ান শাহেদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় দেওয়ান শাহেদ চৌধুরী প্রবাসীদের দাবী-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের হাতে তুলে দেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।