
বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের সাথে নিউইয়র্কে বসবাসরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ফরিদা ইয়াসমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে নানা গুজব, অপতথ্য ছড়াচ্ছে। ডিজিটালমাধ্যম ব্যবহার করে অনেক অপরাধ হচ্ছে। এসবের লাগাম টেনে ধরতে হবে।
বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপপ্রচারে কান না দিয়ে উন্নয়নের পাশে থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ফরিদা ইয়াসমিন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মঞ্জুর হোসেন, মাহফুজুর রহমান, তাসের খান, মাইনউদ্দিন ভুঁইয়া, আকবর হায়দার কিরণ, সাঈদ তারিক, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ প্রমুখ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।