
নিউইয়র্কের স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আন নুর কালচারাল সেন্টারের হিফজুল কোরআন প্রোগ্রামের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এটি সম্পন্ন হয় উডসাইডের কমিউনিটি সেন্টার অব নিউইয়র্কে।
গ্রাজুয়েশনের পাশাপাশি আন নুর কালচারাল সেন্টারের ১০ বছর পূর্তিতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এতে হিফজ সমাপনকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং সর্বোপরি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আন নুর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ ইসমাঈল তার বক্তব্যে সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন। সেইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ন রেখে আগামী দিনের পথচলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।