নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের কুইন্স প্যালেসে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. মাসুদুল হাসান।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের গণসংযোগ বিষয়ক সম্পাদক কাজি কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মো: বসারত আলী, যুগ্ম-সম্পাদক আইরিন পারভীন, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো: আলী, কার্যকরী সদস্য শরাফ সরকারসহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে অবস্থানকালীণ সময়ে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যক্রমে গতিশীলতা আনতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।