
বেশ কয়েক দফা স্থগিত হওয়া বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ সেপ্টেম্বর। এ অবস্থায় শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছে নয়ন-আলী এবং রব-রুহুল প্যানেল। সেই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে নয়ন-আলী প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নয়ন-আলী নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই সভা শুরু হয় সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে প্যানেলের সভাপতি প্রার্থী কাজী নয়ন এবং সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কাছে ভোট প্রার্থনা করেছেন।
সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন বলেন, বাংলাদেশ সোসাইটিকে আমরা একটি গণমুখী সংগঠনের পরিণত করতে চাই। তবে তার আগে আপনাদের সমর্থন অতি জরুরি। আশাকরি আগামী ১৮ সেপ্টেম্বর দিনভর আপনারা নয়ন-আলী প্যানেলকে ভোট দেবেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী বলেন, এই সভায় উপস্থিত হয়ে আপনারা আমাদেরকে ঋণী করেছেন। আমরা যেন সেই ঋণ শোধ করতে পারি, ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে সেই সুযোগ দেওয়ার অনুরোধ করছি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।