মজুমদার ফাউন্ডেশন উদ্যোগে আগামী ৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করা হবে। ৩১ আগস্ট খলিল পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার এই তথ্য জানান।
৪ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের নিকটবর্তী ১৮৮৮ ওয়েস্টচেস্টার এভিনিউর ডা. আতাউল চৌধুরী তুষারের মেডিকেল অফিসের সামনে ছাত্র-ছাত্রীদের স্কুল সরঞ্জাম ও মেধা পুরস্কার বিতরণ করবে প্রতিষ্ঠানটি।
এটি মজুমদার ফাউন্ডেশন ৭ম বার্ষিক স্কুল সাপ্লাই বিতরণ। সংবাদ সম্মেলনে জানান হয়, অনুষ্ঠানে স্কুল সাপ্লাই বিতরণ ছাড়াও কৃতি শিক্ষার্থী ও কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মাননা জানানো হবে। একই অনুষ্ঠানে বিতরণ করা হবে বিনামূল্যে খাদ্য সামগ্রি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।