
নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে ২৮ আগস্ট জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে জাবিয়ানদের মিলনমেলা ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, নিউজার্সি, কানেক্টিকাট এবং পেনসিলভেনিয়া থেকে জাবিয়ানরা যোগ দেন চড়ুইভাতিতে এই মহাযজ্ঞে।
আয়োজন চলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আহ্বায়ক মোহাম্মদ রহমান পলিন অত্যন্ত দক্ষতার সাথে সবকিছুর সমন্বয় করেছেন। কাঠের চুলায় খাসির মাংস রান্না দুপুরের খাবারে নতুন মাত্রা যোগ করে। তানজিল এবং তৈমুরের সঙ্গীত পরিবেশনা সবাইকে আনন্দ দিয়েছে।
প্রতিবারের মতো আমভর্তা ছিল অত্যন্ত মজাদায়ক। এবারের আয়োজনে যোগ হয় প্রজন্ম জাবিয়ানদের জন্য বিশেষ আয়োজন প্রজন্ম চত্বর। যা দুই প্রজন্মকে এক সুতোয় বাঁধতে বিশেষ চমক সৃষ্টি করেছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।