Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫১, ৩০ আগস্ট ২০২২

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

অনুষ্ঠিত হয়ে গেল ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বার্ষিক বনভোজন। গত ২৭ আগস্ট ব্রঙ্কসের হোয়াইট স্টোন ফেরিপয়েন্ট পার্কে আয়োজিত এই বনভোজনে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। 

খেলাধুলা, পুরষ্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান আর সুস্বাদু খাবার- সব মিলিয়ে বেশ আনন্দেই সময় কাটান অতিথিরা। অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কেড়েছে গত ২৩ জুন প্রাইমারিতে স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত নাটালিয়া ফার্নাদেজের বালিশ খেলায় অংশগ্রহণ। 

ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি মামুন ইসলাম ও বর্তমান সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইনজীবী এন মজুমদার, বিবিএর সভাপতি মোঃ কামাল উদ্দিন।

এছাড়া খলিল ফুডের সিইও মোঃ খলিলুর রহমান, বাকার সাধারন সম্পাদক সারোয়ার চৌধুরী, স্টার্লিং ফার্মেসির মোহাম্মদ আলী, এনওয়াইপিডির সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ