
নিউজার্সির প্যাটারসন সিটির পক্ষ থেকে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলেম, বিশিষ্ট লেখক, গবেষক এবং আল-মারকাযুল হানাফী বাংলাদেশ ও ইমাম আবু হানীফা (রহ.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুহাম্মদ নোমান কাসেমী।
গতকাল ২৬ আগস্ট প্যাটারসন সিটি মেয়র আন্দ্রা সায়েগ এই সম্মাননা তুলে দিয়েছেন। মেয়রের অধিনস্থ এলাকায় মুসলিম কমিউনিটিতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অসামান্য অবদান রাখায় সিটির পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিটির কাউন্সিল প্রেসিডেন্ট জনাব শাহিন খালিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। মুফতী মুহাম্মদ নোমান কাসেমী ২০১৮ সাল থেকে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আসেন।
ইসলামিক ফাউন্ডেশন অব নিউজার্সিতে তারাবীহ পড়ানোর পাশাপাশি বিগত তিনটি ঈদের নামাজে ইমামতি করেছেন। এখন পর্যন্ত তাঁর লিখিত প্রায় ২৪টি বই প্রকাশিত হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।