
আগামী ২৯ আগস্ট সন্ধ্যা ৬টায় কুইন্সের উডহ্যাভেন বুলেভার্ডে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার অভিষেক অনুষ্ঠান হবে। নব নির্বাচিত কমিটির সভাপতি বদরুল খানকে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম।
সভাপতি শপথ নেওয়ার পর তিনি কার্যনির্বাহী কমিটির অন্যান্য সকলকে শপথ বাক্য পাঠ করাবেন। ইতোমধ্যে অতিথিদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
স্বাগত বক্তব্য রাখা হবে সন্ধ্যা সাতটায়। আটটায় অভিষেক ও শপথ গ্রহণ। ডিনারের সময় নির্ধারণ করা হয়েছে রাত নয়টায়। সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাত দশটায়। প্রবাসী শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।