
নিউইয়র্কে ‘বাংলাদেশ নাইট’ উদযাপন করলো বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস তথা বাফা। গত ১৬ আগস্ট সন্ধ্যায় ব্রঙ্কসের ওভাল পার্কে পার্কচেস্টার সাউথ কন্ডোমিনিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।
এতে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক দর্শক, বাফার অভিভাবক, শুভার্থী, সংস্কৃতিজন, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, সাংবাদিক এবং মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালন গীতি এবং দেশের গানের সঙ্গে বাফা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়।
বাফার নির্বাহী পরিচালক মার্জিয়া স্মৃতির কোরিওগ্রাফিতে সমবেত নৃত্যে অংশ নেন সাদিয়া, কথা, সারাফ, নাসিমা, সিভানা, আরিশা, আবৃত্তি, কেয়সি, নিশাত, জারা এবং মার্জিয়া স্মৃতি। অনুষ্ঠানে বাফার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সঞ্চালক শামীম আরা বেগম শামীম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।