নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র কোরআন খতম, দোয়া-মাহফিল, সর্বধর্মীয় উপাসনা, আলোচনা সভা ও তবারক বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের ‘জাতীয় শোক দিবস’ কর্মসূচি।
গত ২০ আগস্ট ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউ এলাকায় বাংলা টাউন সুপার মার্কেটের সামনে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদ বেলালের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম। যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুর রহিম বাদশার সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ জামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবাইর রাশিদ।
এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।