নিউইয়র্কে ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এই অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংবাদমাধ্যম। সঙ্গত কারণেই ধীরে ধীরে মিডিয়ার সংখ্যা বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার আত্মপ্রকাশ করলো ভিউয়ার্স টেলিভিশন তথা ভিটিভি ইউএসএ।
এ উপলক্ষে ১৭ আগস্ট জামাইকার হিলসাইডে গণমাধ্যমটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ভিউয়ার্স টিভির চেয়ারম্যান ও সিইও সাংবাদিক তাসের মাহমুদ।
আইপিটিভি হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কুশীলবরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমটির যাত্রালগ্নে লেখক সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্টজনদের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা।
সম্প্রচার ও সাংবাদিকতায় দক্ষ এবং অভিজ্ঞ একদল সংবাদকর্মী নিয়ে ভিউয়ার্স টিভি সময়ের চাহিদা পূরণ করে কমিউনিটিকে এগিয়ে নিবে বলে আশা প্রকাশ করেছে বক্তারা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।