Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আত্মপ্রকাশ করলো ভিউয়ার্স টিভি ইউএসএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ১৯ আগস্ট ২০২২

আত্মপ্রকাশ করলো ভিউয়ার্স টিভি ইউএসএ

নিউইয়র্কে ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশি কমিউনিটি। এই অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংবাদমাধ্যম। সঙ্গত কারণেই ধীরে ধীরে মিডিয়ার সংখ্যা বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার আত্মপ্রকাশ করলো ভিউয়ার্স টেলিভিশন তথা ভিটিভি ইউএসএ। 

এ উপলক্ষে ১৭ আগস্ট জামাইকার হিলসাইডে গণমাধ্যমটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ভিউয়ার্স টিভির চেয়ারম্যান ও সিইও সাংবাদিক তাসের মাহমুদ। 

আইপিটিভি হিসেবে যাত্রা শুরুর প্রাক্কালে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কুশীলবরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমটির যাত্রালগ্নে লেখক সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্টজনদের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। 

সম্প্রচার ও সাংবাদিকতায় দক্ষ এবং অভিজ্ঞ একদল সংবাদকর্মী নিয়ে ভিউয়ার্স টিভি সময়ের চাহিদা পূরণ করে কমিউনিটিকে এগিয়ে নিবে বলে আশা প্রকাশ করেছে বক্তারা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ