
নিউইয়র্ক অঙ্গরাজ্য ও নিউইয়র্ক মহানগর উত্তর-দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। গতকাল ১৭ আগস্ট দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তিন শাখা কমিটির প্রতিটিতে ৪১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক হয়েছেন অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হয়েছেন হাবিবুর রহমান সেলিম এবং মহানগর উত্তর শাখার আহ্বায়ক হয়েছেন আহবাব চৌধুরী খোকন।
কমিটির অনুমোদন এলেও ‘অনেক ত্যাগী-কর্মীর যথাযথ মূল্যায়ন হয়নি’ বলে অভিযোগ উঠেছে। তবে দেরিতে হলেও নতুন কমিটি আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপির অনেক সমর্থক। ১২ বছর আগে ভেঙ্গে দেওয়া যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি প্রত্যাশা করছেন তারা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।