নিউইয়র্কের অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান বাংলাবাজার জামে মসজিদের উইকেন্ড প্রোগ্রাম এবং দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ-এর কোরআন শিক্ষা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ আগস্ট উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
বাংলাবাজার জামে মসজিদের সহসভাপতি মো. আহসান রাসুল নাসিরের সভাপতিত্বে এবং মসজিদের খতিব ও দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংগেরকাচ আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর।
এছাড়া বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দিক সাজু, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, কার্যকরী সদস্য শামিম উদ্দিন, সোহেল চৌধুরী, আজিজুল ইসলাম ও আক্তার খান রাজু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মসজিদের মুসল্লি, এবং দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ-এর ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।