Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৯, ১৬ আগস্ট ২০২২

আপডেট: ০১:১০, ১৬ আগস্ট ২০২২

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্ক আওয়ামী লীগের উদ্যোগে এবং ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সহযোগিতায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৪ আগস্ট সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডের রাঁধুনী রেষ্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় শোক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান। 

১৯৭৫ সালের ১৫ই আগষ্টে নির্মমভাবে সপরিবারে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গের জন্য মিলাদ মাহফিল ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। 

মুক্তিযুদ্ধের সপক্ষের  বিপুল সংখ্যক নেতা কর্মী এতে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি নাম, যার কর্মযজ্ঞ যুগে যুগে বাঙালির হৃদয়ে জাগ্রত থাকবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ