Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫০, ১৩ আগস্ট ২০২২

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ সেপ্টেম্বর

মামলার গ্যাড়াকলে পড়ে হাসফাস করা প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি নির্বাচন আগামী ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। গত ৮ আগস্ট সোসাইটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুনঃতফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আদালতের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠায় নির্বাচন করতে আপাতত আর কোনো বাধা নেই। তাছাড়া নির্বাচন আয়োজনে বিভিন্ন মহলের চাপও রয়েছে। তবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের কাছে পর্যাপ্ত অর্থ নেই। এজন্য ৪৭ হাজার ডলার চেয়ে কার্যকরী কমিটির কাছে চিঠি দেওয়া হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহম্মদ এ. হাকিম মিয়া, মোহম্মদ আনোয়ার হোসেন, কাওসারুজ্জামান এবং রুহুল আমিন সরকার। ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ