ইন্ডিয়া হোম, সাদাকাহ ইউএসএ এবং সেভ দ্য পিপলের যৌথ উদ্যোগে নিউইয়র্কে রিসোর্স ফেয়ার-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ আগস্ট দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জ্যামাইকার হিলসাইড এভিনিউতে অবস্থিত দারুল উলুম নিউইয়র্কের সামনে এই আয়োজন সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটির সাধারণ মানুষকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- এফোর্ডেবল হাউজিং নিয়ে ধারণা দেওয়া, হেলথ ইন্সুরেন্স, সিটিজেনশিপ এপ্লিকেশন এবং হেলথ কেয়ার সার্ভিসসহ আরও বেশকিছু সেবা।
সবমিলিয়ে কমিউনিটির প্রায় ৭০০ মানুষকে সেবা দেওয়া হয়েছে। হেলথ কেয়ার সার্ভিসের আওতায় ৮০০ ফেস মাস্ক এবং ১৪৪ কোভিড টেস্ট কিট বিতরণ করা হয়েছে। সেবাগ্রহীতারা ইন্ডিয়া হোম, সাদাকাহ ইউএসএ এবং সেভ দ্য পিপলের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।