
সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা, নিউইয়র্ক’-এর পক্ষ থেকে গত ২ আগস্ট জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে রাত সাড়ে দশটায় এই সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল জামিল আনছারীর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফফার চৌধুরী খসরু।
এছাড়া আরও বক্তব্য দেন- বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন অফ নিউইয়র্কের সভাপতি আহবাব চৌধুরী খোকন, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকার সহ-সভাপতি মনজুর চৌধুরী জগলুসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।