মিশিগানে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হ্যামট্রামিক ডাইভারসিটি ফ্যাস্টিভ্যাল-২০২২। তিন দিনব্যাপী এই মেলা শুরু হয় গত শুক্রবার। শেষদিন রোববার সাপ্তাহিক ছুটির কারণে দর্শনার্থীদের ঢল নামে।
এবারের পথমেলায় ছিল হরেক রকম পণ্যের ৪০টিরও বেশি স্টল। এছাড়া আকর্ষণীয় র্যাফেল ড্রতে গাড়িসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। যৌথভাবে মেলার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেবেকা ইসলাম, মাহবুব রাব্বি খান এবং পারভেজ আহমেদ।
মেলার শেষদিনে বক্তব্য রাখেন মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল, কংগ্রেসওম্যান রাশিদা তালিব, সিনেটর স্টেফানি চ্যাং ও অ্যাডাম হলিয়ার, স্টেট প্রতিনিধি আব্রাহাম আয়াশ ও লরি স্টোন, হ্যামট্রামিক সিটি মেয়র আমির গালিব, কাউন্সিলম্যান নাঈম লিওন চৌধুরী, খলিল রেফাই ও আলসুমারি, কংগ্রেস প্রার্থী হাওদিয়াসহ আরও অনেকে।
মেলাতে গান পরিবেশন করেন বাউলশিল্পী কালা মিয়া ও লাবনী আক্তার। মেলার মুল উদ্যাক্তা নাজেল হুদা নাজ আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।