কমিউনিটির স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্কের একাডেমিক গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ জুলাই জুম্মার নামাজের আগে এই আয়োজন সম্পন্ন হয়। এতে শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহিম বুখারী শরিফের খতম অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন।
এ সময় শায়খুল হাদিস মাওলানা আজিজুর রহমান এবং দারুল উলুম নিউইয়র্কের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বরকতুল্লাহসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি আয়োজনটিকে আরও সমৃদ্ধ করে তোলে।
বক্তারা বলেন, আজকের এই সিরিমনি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই শিক্ষাকে যদি শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারেন, তাহলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।