নিউইয়র্কে চলছে ৪ দিনব্যাপী বাংলা বইমেলা-২০২২। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজন করেছে এই বইমেলা। জ্যামাইকা এভিনিউ-এর ১৫৩ স্ট্রীটের জ্যামাইকা পারফর্মিং সেন্টারে ২৮ জুলাই এই মেলার উদ্বোধন করেন কলকাতার বিশিষ্ট কথা সাহিত্যিক অমর মিত্র।
মেলার উদ্বোধন উপলক্ষে লেখক, প্রকাশক, পাঠকসহ বই পিপাসু সব শ্রেণী-পেশার মানুষের এক মিলনমেলা তৈরি হয়। স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলা বইমেলার আহবায়ক গোলাম ফারুক ভূঁইয়া।
এ সময় কথা সাহিত্যিক অমর মিত্র, একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী, লেখক ও গবেষক ড. নূরন নবী, ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এসএম নাজমুল হাসান, বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটনসহ অনেকে বক্তব্য রাখেন।
সবশেষে ৪ দিনের মেলার সফল সমাপ্তিতে সবার সহযোগিতা কামনা করেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।