Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে এনাম আলীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ২৩ জুলাই ২০২২

নিউইয়র্কে এনাম আলীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

সম্প্রতি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের বাইরে বাংলাদেশের কারি শিল্পের যুবরাজ এবং কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী। তার স্মরণে নিউইয়র্কের ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসে গতকাল ২১ জুলাই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে খলিল ফুড ফাউন্ডেশন। 

সাংবাদিক মোহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় মরহুম এনাম আলীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাংবাদিক নাজমুল আহসান, ইব্রাহীম চৌধুরী, আবু তাহের, শাখাওয়াত হোসেন সেলিম, মরহুমের বন্ধু ফকু চৌধুরী, শেলী জামান খান, বদরুদ্দোজা সাগর, এনামুল হক এনাম, আব্দুল ওয়াহেদ চৌধুরী, নুরে আলম জিকুসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকার মুসলিম সেন্টারের খতিব, শামীম আহমেদ, সেলিম রেজা, শাহজাহান নজরুল এবং মাওলানা ওবায়দুল হক।  

স্মরণ সভার উদ্যোক্তা শেফ খলিলুর রহমান বলেন, প্রয়াত এনাম আলীকে তাঁর কর্ম ও সাফল্যের জন্য খলিল ফুড ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আওয়ার্ড প্রদান করা হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ