নিউইয়র্কের কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৪ থেকে আগামী ২৩ আগস্টের ডেমোক্রেটিক প্রাইমারিতে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়বেন ডা. মুজিবুল হক। এ উপলক্ষে গত ১৭ জুলাই ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ডা: ওয়াদুদ ভূঁইয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এডভোকেট মুজিবুর রহমান ও অ্যাসাল এর প্রেসিডেন্ট মাফ মিসবাহ।
বক্তব্য রাখেন ডা. মহসীন পাটোয়ারী, হেলাল উদ্দিন, এডভোক্টে এম মতিন রহমান, ডা: টিপু, ডা: তুহিন, দেলোয়ার হোসেন, আসলাম, ডা: মুজিবুল হক, ডা: আশরাফসহ আরও অনেকে।
সবশেষে জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগের বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের অর্থনৈতিক ও নৈতিক সমর্থন কামনার মধ্য দিয়ে ফান্ড রাইজিং অনুষ্ঠানটির এর সমাপ্তি ঘটে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।