Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পরবর্তী মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০০, ২১ জুলাই ২০২২

মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পরবর্তী মিলনমেলা

মিশিগান স্টেটের ক্যান্টন সিটির মদিনা এ্যাকটিভিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের ঈদ পরবর্তী মিলনমেলা। গত ১৭ জুলাই এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। অতিথিরা মিশিগানের ট্রয় সিটি, নোভাই সিটি, অ্যান আরবার এবং ক্যান্টন সিটিসহ অন্যান্য সিটি থেকে অংশগ্রহণ করেন। 

গত কয়েক বছরের ধারাবাহিকতায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজন আয়োজন করেছেন সাইফ মাসুদ এবং সালমা সাইফ। 

সহযোগিতার ছিলেন- আফসানা কেয়া, আলম ভূঁইয়া, শেরিন আখতার, হাবিব জামান, মোহাম্মদ জামান, শামীম সাহেদ, শায়লা সিমি, সানজিদা বন্যা, ফারজানা সানিয়া, তানিয়া চৌধুরী, অনন্ত সাইফ, লায়লা ফারজানাসহ আরো অনেকে। 

অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ক্যান্টন সিটির পারভাইজার অ্যান মারি এবং স্টেট সিনেটর ডাইনা পোলেহাঙ্কি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ