Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জনসমাগমে ইতিহাস সৃষ্টি করলো ব্রুকলিনের পথমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ২০ জুলাই ২০২২

আপডেট: ০১:৩৯, ২০ জুলাই ২০২২

জনসমাগমে ইতিহাস সৃষ্টি করলো ব্রুকলিনের পথমেলা

১৬ জুলাই ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ অ্যান্ড ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে অনুষ্ঠিত মেলায় মানুষের ঢল নামে। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব নিউইয়র্ক এবং ৬৬ প্রিসিন্ট কমিউনিটি কাউন্সিলের যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।

ব্রুকলিনে মৌসুমের প্রথম এই মেলায় অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, কাউন্সিল মেম্বার শাহানা হানিফ, ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার রিতা জোসেফ, ৬৬ প্রিসিন্ক্ট কমান্ডিং অফিসার ডেপুটি ইনস্পেকটর জেসন হ্যাগস্টেড, এবং কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার জ্যামস জেমন। 

এই মেলায় সর্বাধিক সংখ্যক স্টল ছিল। পাশাপাশি বেশ কয়েকটি হোমকেয়ার, আর্জেন্ট কেয়ার, এডুকেশনাল ইনস্টিটিউশনসহ নানা ধরনের স্টল ছিল। 

কাজী সাখাওয়াত হোসেন আজমের সভাপতিত্বে, সদস্যসচিব ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর যৌথ সঞ্চালনায় মেলার উদ্বোধন করেন কলামিস্ট, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, সন্দ্বীপ সোসাইটির উপদেষ্টা লুৎফুল করিম, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, মেলার আহ্বায়ক বিশিস্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, চাইনিজ কমিউনিটি লিডার লু লুইস। 

আরও বক্তব্য রাখেন- কমিউনিটি অ্যাক্টিভিস্ট  রফিকুল মাওলা, মার্কস হোমকেয়ারের আমীর হোসাইন কামাল, হেলথ ফাস্টের  সালেহ আহমেদ, মেলার সাংস্কৃতিক বিষয়ক চেয়ারম্যান এস এম ফেরদাউস, রাজনীতিবিদ আবু তালেব চৌধুরী চান্দু, নিউইযয়র্ক আমেরিকা বাংলাদেশ লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবীবসহ আরও অনেকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ