
সিনিয়র সিটিজেনদের উন্নত জীবন উপহার দেওয়ার সংগ্রামে নিউইয়র্কের সাউথ এশিয়ান কমিউনিটিতে বিশেষভাবে পরিচিত ইন্ডিয়া হোম। প্রতিষ্ঠানটির উদ্যোগে সম্প্রতি বয়োবৃদ্ধদের স্বাস্থ্য সচেতনতার ওপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জ্যামাইকা মুসলিম সেন্টারের বেজমেন্ট থেকে পরিচালিত ইন্ডিয়া হোমের দেশি সিনিয়র সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় স্বাস্থ্য সচেতনতা, বিভিন্ন পুষ্টিকর খাবারের গুণাগুন, বিশেষকরে চিনির অপকারিতা সম্পর্কে জানানো হয়েছে।
কর্মশালায় ইন্টারফেইথ পাবলিক হেলথ নেটওয়ার্কের পক্ষ থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন সিলভিয়া সাবেরিন। উপস্থিত ছিলেন শতাধিক সিনিয়র সিটিজেন। তারা ইন্ডিয়া হোমের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।