দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে বাংলাদেশের গরীব, দুঃখী, অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে মানবিক কার্যক্রম হাতে নিয়েছে ইউনাইটেড মিশন ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট তথা ইউএমআর এবং সাদাকাহ ইউএসএ।
এই দুই চ্যারিটি সংস্থার উদ্যোগে খাদ্য ও কোরবানির গোস্ত বিতরণ করা হবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবীরা এ ব্যাপারে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছেন। বিশেষকরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে কোরবানির গোশত বিতরণ করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও এই মানবিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশের গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়াবে ইউএমআর এবং সাদাকাহ ইউএসএ। তাই সমাজের বিত্তবানদের অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।