Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রুফুস কিং পার্কের খোলা মাঠে এএমসির ঈদ আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭, ৮ জুলাই ২০২২

রুফুস কিং পার্কের খোলা মাঠে এএমসির ঈদ আয়োজন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আমেরিকান মুসলিম সেন্টার তথা এএমসি। জামাইকার ১৫০ স্ট্রিট ও ৮৯ এভিনিউস্থ রুফুস কিং পার্কের খোলা মাঠে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। এতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও থাকবে ব্যবস্থা।

মুসুল্লিদের মাস্ক পরিধান ও জায়নামায সাথে রাখতে হবে অনুরোধ জানানো হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে প্রথম ঈদ জামাত। এতে ইমামতি করবেন এ এম সি ইমাম আতাউর রহমান। 

২য় ঈদ জামাত সকাল ১০টায়। এই জামাত পরিচালনায় থাকবেন এএমসির ডাইরেক্টর এম ফয়সাল নেওয়াজ। 

ঈদ জামাতের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে এএমসির চেয়ারম্যান ইমাম মির্জা আবু জাফর বেগ, মুফতি আব্দুল মালেক, ইমাম রফিকুল ইসলামসহ অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ