উত্তর আমেরিকায় বাংলাদেশিদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ার প্রত্যয়ে গঠিত ফোবানা আবারও বিভক্ত হয়ে পড়েছে। এর একটি পক্ষ জানিয়েছে, আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে তিনদিনব্যাপী ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সিটির ম্যারিয়ট বারব্যাংক এয়ারপোর্ট হোটেলের বলরুমে।
গত ২ জুলাই জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় আয়োজকরা সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর প্রদান করেন। সহকর্মীদের পাশে নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান।
এরপর ফোবানার সদ্যবিদায়ী চেয়ারম্যান ও বর্তমান কমিটির আউটস্ট্যান্ডিং মেম্বার জাকারিয়া চৌধুরী ফোবানা সম্মেলনের সাথে জড়িত একাধিক নেতার অপরাধমূলক কার্যক্রমের বর্ণনা দিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।