Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্ক সিনেটে বাংলাদেশি অভিবাসী দিবস ঘোষণার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ২ জুলাই ২০২২

নিউইয়র্ক সিনেটে বাংলাদেশি অভিবাসী দিবস ঘোষণার সিদ্ধান্ত

২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেট। 

দিনটি উপলক্ষে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতায় মুক্তধারা নিউইয়র্ক ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিঙ্কস  নিউইয়র্কে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ারের আয়োজন করছে। 

গতকাল ৩০ জুন মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , ‘গত ৩ জুন সিনেটে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। 

প্রস্তাবে নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকানদের অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ ঘোষণার জন্য গভর্নর ক্যাথি হোকুলের প্রতি অনুরোধ জানানো হয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ