বৃহত্তর সিলেটসহ বন্যার্তদের পাশে দাড়িয়েছে নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি। গতকাল ২২ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে সাহায্য তুলেছে বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ।
সংগঠনটির ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান এম এ আজিজ, ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, শিক্ষা সম্পাদক আহসান হাবিবসহ কমিউনিটির নেতৃবৃন্দ সাহায্য আদায়ে অংশ নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে এম এ আজিজ বলেন, দেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাই যার যার সাধ্য অনুযায়ী সবাই সহায়তা করুন। আদায়কৃত অর্থ যথাযথভাবে দেশের অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।