উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোর জোট ফোবানার ৩৬তম সম্মেলন এবার লসঅ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফোবানার নির্বাহী কমিটির সহ-সভাপতি জাহিদ হোসেন পিন্টু।
আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই সম্মেলন অনুষ্ঠিন হওয়ার দিন ধার্য করা হয়েছে। ফোবানার নির্বাহী চেয়ারম্যান আতিকুর রহমান জানান, লসএঞ্জেলেসের বারব্যাঙ্ক ম্যারিয়ট হোটেলে সম্মেলনের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।
একই হোটেলের বলরুমে এর আগেও কয়েকবার ফোবানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের ‘রিহার্সাল’ শুরুর পরামর্শ দিয়েছেন ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান।
তিনি বলেন, ‘ফোবানাকে বিশেষ গোষ্ঠী অথবা কোন কর্পোরেট হাউজের কাছে জিম্মি করে রাখার সুযোগ নেই। এবারের সম্মেলনের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করবো।’
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।