Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে নতুন সাহিত্য কাগজ ‘প্রপঞ্চ’-এর প্রকাশনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ১৬ জুন ২০২২

নিউইয়র্কে নতুন সাহিত্য কাগজ ‘প্রপঞ্চ’-এর প্রকাশনা অনুষ্ঠান

নিউইয়র্কে ‘প্রপঞ্চ’ নামে নতুন একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে। গত ১০ জুন এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয় বাংলাদেশ প্লাজা মিলনায়তনে। 

প্রপঞ্চ সম্পাদক কবি তমিজ উদদীন লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রপঞ্চের নির্বাহী সম্পাদক ও প্রকাশক কবি শাহীন ইবনে দিলওয়ার। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লেখক হাসান ফেরদৌস, লেখক আহমাদ মাযহার, কবি ও প্রাবন্ধিক ফারুক ফয়সল, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান। 

সৌজন্য বক্তব্য রাখেন কবি কাজী আতীক, নীরা কাদরী, কবি শামস আল মমীন এবং বাচিক শিল্পী জি এইচ আরজু। 

কবিতাপাঠ ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি এবিএম সালেহউদ্দিন, কবি সৈয়দ মামুনুর রশীদ, কবি আহমেদ ছহুল, কবি মামুন জামিল, কবি মাসুম আহমদ, কবি জান্নাতুল আরা, কবি পলি শাহীনা, কবি বেনজির শিকদার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ