ব্রঙ্কস বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খলিল বিরিয়ানী হাউসের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান। গত ১০ জুন সন্ধ্যায় খলিল বিরিয়ানী হাউসে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
ব্যক্তিগত কারণে সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন পদত্যাগ করায় সর্বসম্মতিক্রমে তাকে খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় খলিলুর রহমান বলেন, পদ নয় আমি কাজে বিশ্বাসী।
কার্যকরী পরিষদের সকলে মিলে আমার ওপর যে গুরুদ্বায়িত্ব অর্পণ করেছেন, আমি চেষ্টা করবো সবার ভালেবাসার মূল্য দিতে। সংগঠনকে গতিশীল করে তোলার লক্ষ্যে কার্যকরী পরিষদের সদস্যসহ সকল ব্যবসায়ীদের সহযোগীতার কামনা করছি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।