Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দারুল উলুম নিউইয়র্কের উদ্যোগে জমজমাট ফিল্ড ট্রিপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ১০ জুন ২০২২

দারুল উলুম নিউইয়র্কের উদ্যোগে জমজমাট ফিল্ড ট্রিপ

কমিউনিটির স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্কের উদ্যোগে ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ৮ জুন এই আয়োজন সম্পন্ন হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল জাহাজ নিয়ে বেরিয়ে পড়েন সমুদ্রে। 

সেখানে শিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আনন্দ আড্ডায় মেতে ওঠেন সবাই। ফিল্ড ট্রিপের বিভিন্ন অংশজুড়ে ছিল গুরুত্বপূর্ণ নসিহা, ইসলামি সঙ্গীত পরিবেশন, কৌতুক, হালাল খাবার পরিবেশন এবং শুদ্ধভাবে নামাজ আদায়ে মতবিনিময়। 

এছাড়া গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল বরশি দিয়ে সাগর থেকে মাছ ধরা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। 

ফিল্ড ট্রিপে অংশগ্রহণকারীরা ব্যতিক্রমী এই আয়োজন দারুণভাবে উপভোগ করেছেন। এজন্য তারা ধন্যবাদ জানিয়েছেন দারুল উলুম নিউইয়র্ক কর্তৃপক্ষকে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ