সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকার ২০২২-২০২৪ সালের পুর্নাংগ কমিটির শপথ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুন রাতে জ্যাকসন হাইটসের ইত্যাদি রেস্টুরেন্টে আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
নবগঠিত কার্যকরি কমিটির সভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরসি টিটোর পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে কমিটির ১৬ জন সদস্য সংগঠনের সভাপতির মাধ্যমে শপথনামা পাঠ করেন।
এ সময় বিপুল সংখ্যক প্রবাসি সদরবাসি করতালির মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের ভবিষ্যত কর্মপন্থা, বনভোজন এবং অভিষেকসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সদরের মুরব্বিয়ান, সাবেক নেতৃবৃন্দ, উপদেষ্টা, ট্রাস্টিসহ বর্তমান কমিটির সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।