Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মসজিদ দারুল কোরআন-এর উইকেন্ড স্কুল গ্রাজুয়েশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ৭ জুন ২০২২

মসজিদ দারুল কোরআন-এর উইকেন্ড স্কুল গ্রাজুয়েশন সম্পন্ন

নিউইয়র্কের বেশোর এলাকায় অবস্থিত সুপরিচিত দীনি প্রতিষ্ঠান মসজিদ দারুল কোরআনের উদ্যোগে উইকেন্ড স্কুল গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে। গত ৫ জুন এই আয়োজন সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করে পুরস্কার হিসেবে তাদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। এছাড়া মসজিদ দারুল কোরআনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সার্টিফিকেট ও ট্রফি। 

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছিল দুপুরের খাবারের ব্যবস্থা। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজয়ীরা। 

তারা বলেন, এমন স্বীকৃতি শিক্ষকদের ক্ষেত্রে ভবিষ্যতে আরও ভালো দায়িত্ব পালনে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে সাহায্য করবে। 

এদিকে, এক বার্তায় মসজিদ দারুল কোরআনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী বছরের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে আগামী আগস্ট মাসে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ