নিউইয়র্ক পুলিশ তথা এনওয়াইপিডির ডিটেকটিভ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান সৈয়দ আলী ও সুরঞ্জিত। এছাড়া অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল-১ পদে পদোন্নতি লাভ করেছেন আরো সাত বাংলাদেশি।
তারা হলেন- রিতা দাস, সাইফ আলী, আফজাল এম রহমান, শহীদুল ইসলাম, এম রহমান, খোন্দকার এস সায়েম এবং মাসফিয়াত তানজিম।
গত শুক্রবার জমকালো এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন এনওয়াইপিডি কমিশনার কিচেন্ট সিওয়েল।
এছাড়া পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান এনওয়াইপিডির ৬৯ প্রিসিঙ্কটের বাংলাদেশি আমেরিকান কমান্ডিং অফিসার ও ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহ, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন তথা বাপার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী, বাপার ট্রাস্টি রাজীব ঘোষ ও আলী হাসান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।