
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এফ-কমার্স প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা ‘স্টাইল উইথ মি’- এর নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করলো।
গতকাল ০১ জুন নিউইয়র্কের ‘দ্যা জাফরান গ্রিল’ রেস্টুরেন্টে এই জমকালো আয়োজন ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টাইল উইথ মি-এর প্রেসিডেন্ট সুমনা রিমি, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন- বিউটিফুল লেডিস অফ ইউএসএ-এর এডমিন তান্নি আফরিন, ফাহমি সিলভিয়া আখন, নাদিয়া চোধুরী, কুইন্স বিস ইউএসএ-এর এডমিন রুমা আহমেদ, আনিকা তাসনিম, রুপন্তি রুপ, তানজিন সুলতানা, উদ্যোক্তা মোহাম্মদ হিমেল।
উপস্থিতির তালিকায় আরও ছিলেন- ইউএস-বাংলাদেশ চেম্বারের পরিচালক শেখ ফরহাদ এবং সদস্য ওবায়েদ হোসেন, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক লাভলু আনসার, চ্যানেল আই উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি রাশেদ আহমেদ।
এছাড়া এটিএন বাংলা উত্তর আমেরিকার বিশেষ প্রতিনিধি কানু দত্ত, ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক শাখওয়াত হোসেন সেলিম, চ্যানেল ৭৮৬-এর সম্পাদক মুহাম্মদ শহিদউল্লাহসহ যুক্তরাষ্ট্র প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া ও গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
স্টাইল উইথ মি’-এর উদ্যোক্তা সুমনা রিমি জানান, একটি স্বাধীন পেশা হিসেবে উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছি। এর মাধ্যমে আমি অনেক দূর যেতে চাই।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।