
দুই বছর পর যুক্তরাষ্ট্রে বাংলা বর্ষ বরণের অনুষ্ঠান করেছে দেশটিতে প্রবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টস তথা বিপা। নিউইয়র্কের জ্যামাইকায় তিন ঘণ্টার মনোমুগ্ধকর অনুষ্ঠানে অংশ নেয় বিপার দেড় শতাধিক শিক্ষার্থী।
তাদের নাচ, গান, আবৃত্তি আর অভিনয়ে বিমোহিত হন দর্শকরা। সাবিনা শারমিন নিরু ও শাইয়ান শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নিউইয়র্কের কনসাল জেনারেল মনিরুল ইসলাম, বিপার অন্যতম কর্ণধার সেলিমা আশরাফ।
এছাড়া অ্যানি ফেরদৌস, নিলুফার জাহান, সংগীত পরিচালক নাদীম আহমেদ, আবৃত্তি শিল্পী নজরুল কবির, ক্লারা রোজারিও এবং মৃদুল আহমেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সৈয়দা জ্যোতি, মিনহাজ সাম্মু, শফিক মিয়া, লেমন চৌধুরী, নাজমা ইসলাম, সোনিয়া মোতালেব, মধুমিতা দাশগুপ্তা, পিনাক পাণি গোস্বামী, শেখ সিরাজুল ইসলাম, সোহানী ইসলাম, নামিয়া আমিন, জারিন মাইশা এবং সৈয়দ ইমন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।