বাংলাদেশ সোসাইটির স্থগিত হওয়া নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুলাই। গত ২৫ মে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, ট্রাস্টি বোর্ড এবং নির্বাচন কমিশনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সোসাইটির গণসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগামী ২৬ জুলাই নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে যদি বিশেষ কোনো কারণে ঐদিন নির্বাচন না করা যায় তবে ২ আগস্ট নির্বাচন করার ব্যাপারে ট্রাস্ট বোর্ড এবং কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।
এসময় ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।