
নিউ জার্সির ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মায়াজ বিন মাঈন ও জিয়াফ হাসান।
ইসলামী সংগীত পরিবেশন করেন ফাতিহা, তাহিয়াতুল, আরুফা ও মারদিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নূর নবী, সভাপতিত্ব করেন মো. বুরহান উদ্দীন।
এতে আলোচনায় অংশ নেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. মানজুরুল ইসলাম এবং শেখ তৌফিক আজিজ। ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির কার্যক্রম তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ইকবাল হোসেন।
অনুষ্ঠানে আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।