Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এসেম্বলিম্যান প্রার্থী মিজান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৫, ২২ মে ২০২২

ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এসেম্বলিম্যান প্রার্থী মিজান চৌধুরী

সব দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ ভুলে কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন ডিস্ট্রিক্ট-২৪ নির্বাচনী এলাকায় এসেম্বলিম্যান প্রার্থী মিজান চৌধুরী। তিনি বলেন, মতবিরোধ ভুলে ঐক্যবদ্ধ থাকতে পারলে আগামী ২৮ জুনের নির্বাচনে বিজয় আমাদের সুনিশ্চিত। 

নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাংলাদেশী আমেরিকান প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহ ততই বাড়ছে। ভোটারদের এই আগ্রহর কথা চিন্তুা করে প্রার্থীরাও ছুটছেন তাদের দ্বারে দ্বারে। 

এবার এই নির্বাচনী এলাকায় বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলেও এসেম্বলিম্যান প্রার্থী মিজান চৌধুরী তার বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী। তবে সে জন্য কমিউনিটির সবাইকে একতাবদ্ধ থেকে অবশ্যই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার অনুরোধ করেছেন। 

নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। ২৮ জুনের আগের দশদিন মেইলযোগে ভোট দেয়ার সুযোগ রয়েছে। যারা জরুরী কাজে ভোট কেন্দ্রে যেতে পারবেন না তাদেরকে মেইলযোগে ভোট দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ