
ব্রুকলিনের সাবওয়েতে বাংলাদেশি কলেজ ছাত্রী জিনাত হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। এই মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। প্রথমে ট্রেনে নিচে ফেলে দিয়ে হত্যা করার কথা শোনা গেলেও এখন আবার পুলিশ বলছে আত্মহত্যা করেছেন জিনাত।
এ অবস্থায় শোকে কাতর পরিবার দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে। গতকাল ১৪ মে দুপুরে ব্রুকলিনের বায়তুল জান্নাহ মসজিদে জিনাতের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তার নানা কবীর বলেন, জিনাত আত্মহত্যা করেছে বলে পুলিশের রিপোর্টে বলা হয়েছে। কিন্তু এটা আমরা মনে করি না। এটা আসলে ‘হেইট ক্রাইম’। এর প্রতিবাদে কমিউনিটিকে ঐক্যবদ্ধ হতে হবে।
আমির হোসেন ও জেসমীন হোসেন দম্পতির একমাত্র মেয়ে জিনাত নিউইয়র্কের হান্টার কলেজের ছাত্রী ছিলেন, তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রামে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।