Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জেএমসিতে আল মামুর স্কুলের জন্য ফান্ড রাইজিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ১৮ এপ্রিল ২০২২

জেএমসিতে আল মামুর স্কুলের জন্য ফান্ড রাইজিং

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে পরিচালিত নিউইয়র্কের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান আল মামুর স্কুল। বিশেষকরে বাংলাদেশি কমিউনিটিতে এটি অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত। সম্প্রতি জেএমসিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়েছে। 

এতে আল মামুর স্কুল এবং জেএমসির ঊর্ধ্বতন দায়িত্বশীলরা ছাড়া স্থানীয় মুসল্লিয়ানে কেরাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি জেনারেল আফতাব মান্নান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল মামুর স্কুলের বোর্ড চেয়ারম্যান খাজা মিজান হাসান এবং জেএমসির প্রেসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান। ফান্ড রাইজিং পরিচালনা করেন জেএমসির ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ। 

তিনি বলেন, এই রমজান মাস যে কোনো ভালো কাজের জন্য ৭০ গুণ সাওয়াবের বার্তা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে। ছোট ছোট ছেলেমেয়েদের দ্বীন শিক্ষায় আমরা যদি এগিয়ে আসি, তাহলে এই রমজানের বদৌলতে আল্লাহ ৭০ গুণ করে সেটা আমাদেরকে ফিরিয়ে দেবেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ