
নিউইয়র্কের স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আহনাফের উদ্যোগে মজলিসে ইস্তেগফার ও সাহরি মাহফিলের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ২০ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে।
ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজে অনুষ্ঠিতব্য এই আয়োজন শুরু হবে রাত ২টায়। শুরুতেই থাকবে সালাতুত তাহাজ্জুদ, এটি পরিচালনা করবেন মুফতি নোমান কাশেমী। রাত আড়াইটা থেকে ইসলাহি বয়ান করবেন শায়খ হাম্মাদ গাজিনগরী।
এরপর দোয়া ইস্তেগফার ও মোনাজাত পরিচালনা করবেন শায়খুত তাহকিক আল্লামা মুহিব্বুর রহমান। সবশেষে রাত ৪টায় সাহরি পরিবেশন করা হবে।
পুরো আয়োজনে নিউইয়র্কের ইমাম, উলামা এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে এক বার্তায় জানিয়েছেন দারুল আহনাফের প্রেসিডেন্ট রশীদ জামিল এবং প্রিন্সিপাল হামিদুর রহমান আশরাফ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।